বাক্‌ ১১০ : সঞ্জীব চট্টোপাধ্যায়




প্রেম বান্ধবহীন

বিরোধী গন্ধে যতটা দূরত্ব থাকে
তার থেকেও বেশি থাকে টিকে থাকা

টিকে থাকা মানেই কর্ণার নয়
আঘাত মানেই ফাউল
আমি বলিনি
ক্রমশ অস্বীকার ভিন্ন পোশাকের বোতাম আঁটছে
তুমি বাধ্যতামূলক পিঠে ছুঁড়ে দিচ্ছ বুনোবোম
ঠিকানাহীন বন্দরের পথ, লাইট হাউস
নাবিক তোমার সমর্পণ
                 তৈলাক্ত সরষে বীজের ম
তো
চীন সাগর ভেসে যাচ্ছে ঘানির যুদ্ধে
 
পরামর্শ
দেগে দেওয়া আদেশ উপদেশ
এরা সব সুরক্ষিত আর্ট গ্যালারির ছবি
কখন যেন নাভী পর্যন্ত ঢেকে দিয়েছে
                      শ্রেষ্ঠ আসনের দাবী

ওকালতি একটা প্রাতঃভ্রমণের পরকীয়া
এর ওর হয়ে অপরাধী মাপছে
অথচ প্রেম বান্ধবহীন
পেটে আত্মঘাতী বোমা নিয়ে
গোপাল ভাঁড়ের হাসি ফাটাচ্ছে 

                                                                        (চিত্রঋণ : Consuelo Soto Murphy)

১৪টি মন্তব্য:

  1. ক্রমশ অস্বীকার ভিন্ন পোশাকের বোতাম আঁটছে/
    মন ছুঁয়ে গ্যালো কবিতাটি. !

    উত্তরমুছুন
  2. ক্রমশ অস্বীকার ভিন্ন পোশাকের বোতাম আঁটছে/
    মন ছুঁয়ে গ্যালো কবিতাটি. !

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ বিশ্বরূপ, অনিকেশ

    উত্তরমুছুন