বাক্‌ ১১০ : বিশ্বরূপ দে সরকার




সেই সব শব্দেরা


কেউ কেউ ছড়িয়ে দেয়
কেউ কেউ প্রজাপতি শুনতেই চায় না
অভিমান পড়ে থাকা ধুলোকে নিরাময় করে
 সহসা ঘিরে ধরার পাশে
ছড়িয়ে পড়া শোনে
এই নিবৃত্তির সব বুঝতে পারে না
শুধু ফেলে আসার দুঃখগুলি যখন
টান দেয়
থেকে যাওয়া লাটাইকে
তখন বিকেল ভিক্ষাভঙ্গি নিয়ে
পরমহংসের ভেতরে একটু আধটু মুগ্ধতা পায়
অক্ষরের সঙ্গে সঙ্গে খানিকটা সমুদ্রতীর পর্যন্ত
কিংবা কোন পাদদেশ হয়ত ভালো লাগে না
এখন সব পাহাড় সরু হকারী রাস্তায়
বেরিয়ে দ্যাখে ব্যবহার হয়ে গ্যাছে
ঠিক তুমি কোনো শব্দ ছাড়াতে গিয়ে টের পেলে
তা ক্রমশ ঝাপসা স্নায়ুর দিকে চলে গেছে
হাসপাতালের পাশে যে কৃষ্ণচূড়া
সপ্তাহ মাস বুঝতে বুঝতে তার শামুক ফুরিয়ে গ্যাছে


                                                                                 (চিত্রঋণ : Sabin Balasa)

১২টি মন্তব্য:

  1. ঠিক তুমি কোনো শব্দ ছাড়াতে গিয়ে টের পেলে
    তা ক্রমশ ঝাপসা স্নায়ুর দিকে চলে গেছে
    ekraash Mughdota

    উত্তরমুছুন
  2. ইমপ্রেস করতে পেরেছেন কবি । বিকেল ভিক্ষাভঙ্গী নিয়ে পরমহংসের ভেতরে ! আহা ।

    উত্তরমুছুন
  3. ..ক্রমশ ঝাপসা স্নায়ুর দিকে চলে গেছে..৷স্তরে স্তরে মগ্নতা

    উত্তরমুছুন
  4. ভালো লাগলো দাদা। এর আগের কবিতাগুলির মতই এই কবিতাতেও আপনার লেখা আপনাকে চিনিয়ে দেয়।

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন