বাক্‌ ১১০ : মাহমুদ নোমান




কালো পিঁপড়ার শরীরে

 চৈত্রের সিনা খোলা বাতাসে
 আগুনের অঁলা
 অজগরের শ্বাসে তেড়ে
 ধানের তোড় দুলে উঠে
 যুবকের বাঁকা সিঁথায়।
 রাতা কুঁরার বাকে
 কুঁচি কুঁচি কাঁচের সকাল
 লেবুর চিনিপানার গ্লাসে
 আকাশ-ভাঙ্গা প্লেন
 ঢুকে যায় মেঘ বাড়িতে
 কালো পিঁপড়ার সন্ন্যাসজীবন।
 নাইওরির প্রেম পদ্ম
 দিঘিতে হাসে ~
 চিকচিক জলে
 তরমুজের বুকে যত পিপাসা ।



নদীর জবান

 শিমের মাচানে ফড়িঙ জোড়া
 দৌড়াচ্ছিল এদিকওদিক
 তাও এ বুকের মধ্যে...
 মাঝখান দিয়ে গেছে শীতার্ত নদী
 রাতের ট্রেন কেরোসিনের গ্যালেন
 নিয়ে পড়েছিলো এ খানে।
 মির্যে আযানের পর থেকে
 অসম বয়সীদের তেল ছেঁকে নেওয়ার
 খেলাও শুরু হয়ে গেলো
 আর সাঁকো দিয়ে পার হয়ে যাচ্ছে
 বেরহম,রঙের ঢঙি



মায়ার সংসার

 যে গেছে  সে ভালবাসা নিয়েই গেছে
 আমার শুধু নিঃশ্বাসের ফকিরি,
 কলেমা পড়ছি ভালোবাসার।
 একরত্তি প্রেমালাপের সে ঠোঁটে
 চুমু দেবো বলে নদীর কিনারে এসেছি
 অথচ নদী কারো নয়
 শুধু বয়ে যাওয়া উপচানো সুখ
 নদীর বুকে ওম খুঁজতে
 মাছ হয়ে সাঁতরাচ্ছি


 আগরবাতির কাস্টমার

 আমি দৈনিক দুঃখকে জ্বালাই
 আগরবাতির মতো
 সকাল - সন্ধ্যা জ্বালাই
 আর রাতে আগরবাতির গন্ধ শুঁকে
 এলিয়ে পড়ি মাকড়সার জালে।
 উদ্ভিন্ন যৌবণার রতিতৃপ্তির মতো
 আগরবাতি নিয়ে আল্লাকে ডাকা
 কিংবা কাঁদতে খুব ইচ্ছে হ'লে
 আগরবাতির শরণাপন্ন হই
 বুক চাপড়ানো দুঃখগুলো
 আগরবাতির সুগন্ধিতে
 জিকির করে আমার রওজার চতুর্দিকে।


                                                      (চিত্রঋণ : Alan Carlson)

৩২টি মন্তব্য:

  1. ভাল লাগল। বিশেষ করে, "যে গেছে সে..."।

    উত্তরমুছুন
  2. আম‌িও,মায়ার সংসার‌েই রয়‌ে গেলাম। আগরবাত‌ির কাস্টমারও অসাধারণ।

    উত্তরমুছুন
  3. আম‌িও,মায়ার সংসার‌েই রয়‌ে গেলাম। আগরবাত‌ির কাস্টমারও অসাধারণ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি,আমি ধন্য হলাম আপনার ভালো লাগায়।কৃতজ্ঞচিত্তে নুয়েছি। ♥♥♥

      মুছুন
    2. কবি,আমি ধন্য হলাম আপনার ভালো লাগায়।কৃতজ্ঞচিত্তে নুয়েছি। ♥♥♥

      মুছুন
  4. চমৎকার! আবারও ভালো লাগা জানিয়ে গেলাম।

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  6. এই কবিতাগুচ্ছ পাঠ করে এক প্রকার মানসিক তৃপ্তি/প্রশান্তি লাভ হয়।

    উত্তরমুছুন
  7. মাহমুদ নোমানের কবিতা- ফেলে আসা গ্রামের শৈশব কে দারুণভাবে জাগিয়ে দিয়ে যায়। তার কবিতায় ব্যবহ্নত লোকজ শব্দ একটা ফেলে আসা গ্রামের আবহ তৈরী করে। গ্রামের সরল শৈশব শহরের কিশোরের হাতধরে হাঁটতে চায়। আর এসব লোকজ গ্রামীন শব্দসমূহ সে ডুবুরীর মতো তুলে এনে পরম যত্নে বসিয়ে দেয় কাব্যশরীরে। বসিয়ে দিয়ে একটা উত্তরউপনৈবশীক আবহ তৈরী করতে চায়। বাক১১০- প্রকাশিত কবিতাগুলোও এর ব্যতিক্রম নয়।

    মাহমুদ নোমানের এসব আঞ্চলিক শব্দসমূহ 'বাক'-এর হাতধরে আন্তর্জাতিক অঞ্চলে পৌঁছে যাবে এ প্রত্যাশা করা যায়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি,সাগর শর্মা...
      আপনার এমন সারগর্ভ মন্তব্যে আমার হৃদয় কেঁদে উঠলো,এমন মূল্যায়ন কবিদের কপালে তেমন জুটে না। আমি ধন্য,ভাগ্যবান।কৃতজ্ঞতা, কবি...

      মুছুন
    2. কবি,সাগর শর্মা...
      আপনার এমন সারগর্ভ মন্তব্যে আমার হৃদয় কেঁদে উঠলো,এমন মূল্যায়ন কবিদের কপালে তেমন জুটে না। আমি ধন্য,ভাগ্যবান।কৃতজ্ঞতা, কবি...

      মুছুন