বাক্‌ ১১০ : শম্পা মাহাতো




তার সাথে তিনকাল

রোদ্দুরে ধুয়ে গেছে রাস্তায় রক্তের ভিজে
অলস অভ্যাসে ঝুলে থাকে সজনের ডাঁটা
তোমার চেষ্টাগুলো গুটিয়ে নাও তাড়াতাড়ি।

আমার ঢেউয়ের বিছানা ভালো লাগে
তবুও যদি বাঁশি পাঠাস কান ফস্কে তারা চলে যায় অন্যত্র
তুই যে কারোর সাথে অভিসারে যেতে পারিস আজ।

বহুদিন পর যদি জানতে চাই কেমন আছেন?
আপনি কি বলবেন সজনে গাছ বড্ড নরম
তাই শখের আড়বাঁশি জ্বালানি হয়েছিল কোনো একদিন।



                                                                (চিত্রঋণ : রেনেসাঁ)

১৭টি মন্তব্য:

  1. শম্পা,
    তুমি...তুই.....আপনি
    চমৎকার ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আশ্বস্ত হলাম। ভাল‌ো লাগল। অন‌েক ধন্যবাদ আপনাক‌ে।

      মুছুন
  2. শখের আড়বাঁশি জ্বালানোর তাপটা পেয়েছো তাহলে । বেশ ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প‌েতেই হল। আপনার মন্তব্য প‌েয়ে একরাশ ভাল‌োলাগা জন্মাল মন‌ে। অন‌েক ধন্যবাদ।

      মুছুন
  3. উত্তরগুলি
    1. ধন্যবাদ প্রম‌িত। ভাল‌োলাগা ও ভাল‌োবাসা জ‌েনো।

      মুছুন
  4. উত্তরগুলি
    1. আপন‌ি পড়‌েছেন বুঝত‌ে পারল‌ে ভাল‌োলাগা এবং উৎসাহ‌ে এক অন্য মাত্রা য‌োগ হয়। অন‌েক ধন্যবাদ মাসুদার দা।

      মুছুন
  5. এটি তো ইয়ুস করার গল্প দিদি। আর একজন ইউসেড মানুষের কল্পনা ও বিষাদের অংশ বিশেষ... সজনে ডাঁটা কে কেউ জ্বালানি করে না... ভাল তো লাগেই আপনার লেখা, কবিতা প্রশংসনীয় হয় না, আমাদের কাছে, যারা নিজেরাই লিখি আর নিজেরাই সম্মান দি অন্য লেখার। নিরেন্দ্রনাথ বাবুর কবিতার ক্লাস বলে বইতে উনি লিখেছিলেন, কাব্য লেখো হাজারে হাজারে/ কিন্তু কোনদিনও পাঠিয়ও না আনন্দবাজারে... সেটি আবার শঙ্খ বাবু চিঠি দিয়ে সেই বইয়ের অনেক প্রশংসাও করেছিলেন। যদিও বই টি ছন্দের, আপনিও পারলে পড়তে পারেন চাইলে, কাজ দেবে।nirendranath banan ta bhul likhechi jani..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জ্বালানী হয়‌েছিল কাষ্ঠ ন‌‌ির্মিত আড়বাঁশ‌ি এবং স‌েটাও আসল‌ে রূপক। যাই হ‌োক বুঝত‌ে পারলাম আর‌েকটু ঘসা মাজার দরকার ছ‌িল। ত‌োমার উপদ‌েশ ভাল‌ো লাগল। ধন্যবাদ জ‌েনো।

      মুছুন