বাক্‌ ১১০ : বিপাশা গোল্ড




অবেলার টিপ 

কে কার অক্ষরে তা দেয় !
ফজরের ডানায় 
প্রতিদিন ভোরের ভাঁজ খোলে 
যে হাতে নিংড়ে নিই দোয়া অথবা 
দোঁহা-র বোঝাপড়া 
সে হাতে নাভিটাও বাচাল হয় রোজ .....
কাজলের খই থেকে 
মেঘহীন, লালাহীন, মা-হীন খবর 
বাতাসের পা বেয়ে যেন পারদ 
তুমি সরিয়ে নাও আকাশের বোতাম 
অথবা বোতামের আকাশ 
অথচ অবেলার টিপ মেখে 
আমি শিখে নিচ্ছি 
তোমাকে পোহানোর নরম উপপাদ্য ...


                                                                              (চিত্রঋণ : Mihaela Sebeni)

৩টি মন্তব্য: