বাক্‌ ১১০ : অনিকেশ দাশ গুপ্ত






উপলব্ধি

জামার ভাঁজ বা রুফটপ
যেমন স্নানঘরের উলঙ্গতা
   তারও পরে বিকেল দেখে গৃহপালিত
ঘোড়াদের থমকে দাঁড়ানো|
সব কিছুর অপটিমাম্ কম্পনবিন্দু
রোদ্দুরের খুব কাছে, যেসব
অন্তর্বাস খোলসত্যাগ - ত্বক;
বিকিরণক্রম দ্রুত বোঝে|
এমনকি পতঙ্গডানার মতন
ফিনফিনে মানুষেরা কী অকপট
হাড় যৌনতা বিনিয়োগ করে -
তার গণিত; বৃষ্টি ফোঁটা উত্তাপ
আকাশের যত  স্যালাইভায়,
সংক্রান্ত জ্বর।


                                                                       

বাইসাইকেল

খোসা ছাড়িয়ে বিকেল রাখছি আর
বিধর্মী বাইসাইকেল যাপন; এখনও
সৃষ্টির জরায়ুতা গ্রাম কাটেনি রজঃস্বলা
জবা সব, ড্রেন বেছে নেয়
ঈশ্বরীয় ছাঁচ ব্যুমেরাঙ দ্যাখে নইলে
সিটে রক্তের দাগও খবর হবে
গলি গলি ঘুরে অবশিষ্ট
আপেলে মন ওদের নিজস্ব লেহন গল্প
সাইকেল স্ট্যান্ড পথ
ঢের কুমারত্ব গুঁড়িয়ে গুঁজে দরজায়
দরজায় ফেরি করেছি তবুও
বিচ্ছেদের তো দেখায় প্রফেশনাল
আদর  সোহাগ


                                                                            (চিত্রঋণ : Charlotte Walentin)

১৪টি মন্তব্য:

  1. ২টো কবিতা ভালো লাগলো। কবির জন্য ভালোবাসা।

    উত্তরমুছুন
  2. Hahaha.tomar kobita ta porar por r comment na kre parlam na,tae account ta khullam....

    উত্তরমুছুন