বাক্‌ ১১০ : নিশীথ দাস




কারেন্ট

কারেন্ট গেলে গ্রামের বাড়িগুলো ফিউজ হয়- ঝরঝরিয়ে কাঁদে,
পাশের ঝিঝিঁর ঝগড়া- রিংটোন অবিকল, প্যাঁচিয়ে থাকে কানে
ধরো, কারেন্ট বাড়ির বুকের ঝলমলে দুধ- এসে গেলে
বাড়িগুলোর আনন্দ ফোটে, সারারাত জ্বালিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুমায়



ক্ষেতখাওয়া বৃষ্টি

হেলমেট পরে বাতাস সরিয়ে নিচ্ছে বৃষ্টিপ্রবণ মেঘ, ভীষণ জ্বর গায়ে
ওই এলাটিং-বেলাটিং মাঠের কিনারে, 
ওখানে বৃষ্টিগুলো গরু হয়ে নামলো, ঘাসের মাথা ছাঁটা হলো 
বাতাসরা রাখাল হয়ে গেলে- হুঁশ, যা, যা ...
ক্ষেতখাওয়া বৃষ্টির দিকে দৌড় ধরায়

                                                               
                                                                                (চিত্রঋণ : John Varley)

১৪টি মন্তব্য:

  1. দারুণ । দারুণ। একদম নিজের বাড়ির কথা আমার। এভাবেই তো শুনতে চাই নিজের কথাগুলোকেই। চমৎকার লাগল।

    উত্তরমুছুন
  2. বৃষ্টিগুলো গরু হয়ে নামলো, এটি চমৎকার দৃশ্য... দ্বিতীয়টি বেশি ভাল লেগেছে।
    @অভিষেক ঘোষ

    উত্তরমুছুন
  3. একেবারে অন্যরকমের লেখা

    উত্তরমুছুন
  4. একেবারে অন্যরকমের লেখা

    উত্তরমুছুন
  5. এই বাতাস ঘরেই পাওয়া যায়।।

    উত্তরমুছুন
  6. সমমর্মী হলাম. . .ভালো লাগল. . ,

    উত্তরমুছুন