বাক্‌ ১১০ : অরবিন্দ বর্মন




বৈশাখি দাগ

দ্ভুত পাখিউপমা গেল
শেমিজের মতো চোখ, হ্যাঁ এইভাবে তারিখের তরিকা লিখো
হালকা মাপের দুধগাছ হইতে চুরি যাচ্ছে অক্ষরের খেয়াল
গুঁড়ো হচ্ছে সিঁদুরের আওয়াজ
পুনশ্চের মিল অমিল পাইয়াও সড়ক সোজা হইলো না
চুলে ও কীসের বৈশাখি দাগ!


                                                                        (চিত্রঋণ : Nicolae Grigorescu)

১২টি মন্তব্য:

  1. ভালই তো। অল্প একটুতেই ছাপ রেখে গেলি। খাসা লিখেছিস।

    উত্তরমুছুন
  2. মুগ্ধ হলাম,,,, চুলে ও কীসের বৈশাখী দাগ !

    উত্তরমুছুন
  3. হ্যাঁ এইভাবে তারিখের তরিকা লিখো....মুগ্ধতা।

    উত্তরমুছুন
  4. বোধহয়, কাব্যিক এটাকেই বলে ২০১৭ র... ভাল অরবিন্দ, একটু আবার একটা ট্যগ করে দাও, যারা তোমার কবিতা না শুনেই তোমায় ত্যগ করেছিলেন... আশা করছি তারাও ফেলতে পারবেন না।
    @ অভিষেক

    উত্তরমুছুন
  5. ভালো লাগলো !

    উত্তরমুছুন
  6. Bondhu kobi hoyecho anek agey kintu kobitto bujhecho ekhon....khub valo laglo

    উত্তরমুছুন
  7. বাঃ। দাগ রেখে যাওয়ার প্রয়াস জারি থাকুক।

    উত্তরমুছুন