বাক্‌ ১১০ : তাপস রায়





বাসনা

বাসনা
আসলে ধোঁয়া,
তুমি বারবার হাত মারলে  
অস্বাভাবিক শ্বাস নিতে নিতে
একটা নারী বেরিয়ে আসছে।


হ্রেষা ধ্বনি

বয়সকে ধরা যাবে না
পুলকিত ধ্বনিগুলি অন্তহীন
শৈশব, কৈশোর
যৌবন ছিঁড়ে আবার জুড়ে যাচ্ছে
অনায়াস স্বপ্ন
নদীর ভেসে যাচ্ছে  
হ্রেষা ধ্বনিতে তোমার বয়েস ধরা যাচ্ছে না !


অনাথ

অনাথ
সবার দৃষ্টি আকর্ষণ করছে--
যেমনটা নাথ !


ডানাওয়ালা

ডানাওয়ালা পরী
রঙ আকাশ
ঠাকুমা দিদিমারা চলে গেছেন বহু দিন !
তবু এখনো ঘুম নেই
সারাটা জীবন আমরা জেগে আছি--  
মৃত্যুহীন।


সিঁড়ি

বাপের পরিচয়গুলি কাজে আসছে
জন্মের নিয়নবাতিতে নিজেকে দেখে নিচ্ছে
একটা অনায়াস সিঁড়ি উঠে যাচ্ছে শূন্যে। 


                                                                                        (চিত্রঋণ :  Sabin Balasa)

৮টি মন্তব্য:

  1. ধন্যবাদ Renaissance Saha আপনাকে। তবে তাপস রায়, কবি হিসাবে আমার নামটা এখানে অপূর্ণ রয়ে গেছে। আমি, তাপসকিরণ রায়।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ, বিশ্বরূপ বাবু!

    উত্তরমুছুন