বাক্‌ ১১০ : বিপ্লব রায়




হয়তো....

প্রজাপতিরা হাত ধোয় না কোনোদিন। হয়তো
ভুলে গেছে আড়ালে ভাবডালে দেখাকার ঘটে যাওয়া পবিত্রের
সন্ধান ঝিমিয়ে আছে কোথায়
বলতে তো পারতো ফিকে আশার দক্ষিণা নেই
কংগ্রেস নেই হ্যান্ডশেক্ করার
আলোকের মাঝে বিড়ম্বনা সাজিয়ে থরো থরো সম্মান ঘুণ হয়ে খুনসুটি মাপে
মাঝির হাতে নদী রান্না হয়ে যায়
বাকি থাকে মাত্রালাপ, ধসমালাইয়ের আচার ব্যবহার
সুবন্দী মুক্ত পুষ্পমুকুটের শুকিয়ে যাওয়ার রোদকাহিনী
কেবল দূরত্ব মোছার চেষ্টায় আঁকশির টান
শুরু করে দিয়েছে প্রহর চরে বেড়ানোর অভ্যাস
হয়তো অনেক দিনের যুগ সামলানো সংরক্ষণ
গামলার গায়ে হেলান দিয়ে আছে দুধের সর
জানানো হয়নি সনাতন নিদ্রা কার কোলে বিসর্জন সাধন করে
নির্দিষ্ট নিশ্চিত করছে
জানানো হয়নি, জানানো হবে না

                                                        (চিত্রঋণ : Rebecca Crowell)

৭টি মন্তব্য:

  1. বেশ। হয়ত ভাল লাগল। হয়ত লাগল না। কিন্তু পড়তে বেশ লাগল।

    উত্তরমুছুন
  2. majhir hate ranna hoy nodi,,projapotira hat dhoy na,,,,, eguli chomok bhai,sundorrr@avishek

    উত্তরমুছুন
  3. সন্ধান ঝিমিয়ে আছে,ঘুণ হয়ে খুনসুটি মাপে,গামলার গায়ে হেলান দিয়ে আছে দুধের সর..ব‌েশ অন্যরকম।

    উত্তরমুছুন
  4. প্রজাপতি, ওরা চিরকাল মুখ ধুইয়া দেবার কারিগর

    উত্তরমুছুন
  5. কিছু এক্সপ্রেশন খুব ভাল লাগল।
    পাঠক নিজের মত কল্পনার রসদ পায়।

    উত্তরমুছুন