বাক্‌ ১১০ : বিশ্বরূপ বিশ্বাস




বিষাক্ত ধুলোর

স্তন সমতল। জল। আমার বিশুদ্ধ জল। পান ক'রে দ্যাখো। চুষে নিয়ে দ্যাখো। স্তনের তল পাও কি না। ঘাসজমিন মথিত নাকের নথ। কানের দুল। গাছমমী সভ্যতার পারদে মোমের গলোনাঙ্ক প্রমাণ করে স্তনের পবিত্র দুধের মতন। আমি জননীকে প্রশ্ন করি তীক্ষ্ণ অথচ বিজ্ঞানসম্মত "মা সন্তান সন্ততি না হ'লে কী মাতৃস্তন্য দুগ্ধপুষ্ট পরিপূর্ণ হয় না"?- যে প্রশ্নে সমদর্শীর মহাপৃথিবী বাকরুদ্ধ হয়ে যায় বিষাক্ত ধুলোর মতন কণায় কণায়।।


বাবা+মা

রৌদ্রোজ্জ্বলে চান্ করি। শুষ্কসিক্ত গা। মা পুঁথিপুরাণ প'ড়ে দেয়। বাবার জন্ম যদি শুদ্ধ না হয় তবে ছেলেও পবিত্র নয়। জারজসংবর্তে পাক খায় প্রজননের প্রজন্মবিন্দু। ইন্দু। মা তুমি প্রজাপতিনী হ'তে পারো না? সুচিশুদ্ধির উপবনে আমি হিমায়িত লব-কুশ বাবা। বিচক্ষণ ত্রস্ত স্বভাবী। মরীচিকা দেখলে চক্ষের শিখরে আগুন ঢালি রাশি রাশি। পিতা আশিস্ দেয় উপকন্ঠে সাহসিক-নিঃসীম নির্ভয়। জানি অণ্ডকোষ ঝোলা স্থবির বাপের জমি জায়গা সম্পত্তি দলিলপত্র মিথ্যা নয়!!


অন্ধকার

আলপথ। যোনিপথ। জ্বলে ওটা বালপথ। মানবীর পায়ুপথ। মানবের জরায়ুপথ। লিপ্ত করি পিচ্ছিল বিশ্রীতারা ভরা রাতে। নারীর ডিম্বাশয়। আমার জনমতামত। অল্পসত্ত্বগুণ। কামলিপ্সা ঋতুপথ। যত শত ক্ষত ভরা আলোচনা সুবৃহৎ। উপলব্ধি শুদ্ধিপত্র। কায়াসাজে মায়া লাজ। তন্নিষ্ঠা ক্লিষ্ট শ্লোকপোড়া বজ্রযান। এখন যুক্ত থাকুন মৈথুনে। নয়তো ভূমি ছেড়ে চ'লে যান। যেখানে পৃথ্বীজননীর মৌনগর্ভস্রাব। ক্লীব লিঙগের নিষ্ক্রিয়তা হিমগ্রস্ত। জড়পিণ্ড। জঠরস্থ গর্ভস্থ সমাধিপথ। ঈশ্বরী নগ্ন-ভগ্ন তার স্তনস্তর। আমি দীপ্তিহীন মাতৃউদরে শায়িত। বীভৎস তেজঃশূন্য অন্ধকার!!


আঘাত

চোখ থেকে বেরিয়ে ছিটকে গ্যালো শঙ্খ।
জল এখন দুশো গজ দূরে দূরে।
ঝিনুক ফেটে প'ড়ে আছে পোড়া মশালের মতন।
'রে আছে চেনা পাখিগুলো ভীষণ।
পয়োধরী গাভিনী গোয়ালিনীকে লাথি মারলো সজোরে--
      আঘাতে উড়ে পালালো তার বুকের দুধ।।


                                                                                 (চিত্রঋণ : Roger Metto)

২০টি মন্তব্য:

  1. আঘাত দারুণ লাগল। বাকিগুলোও বেশ।

    উত্তরমুছুন
  2. আরও কয়েকটা লেখা পড়ার ইচ্ছে থাকল...

    উত্তরমুছুন
  3. বীভৎস তেজঃশূন্য অন্ধকার!!..ঠ‌িক এরপরই আল‌োটা দ‌েখত‌ে পেলাম। শুভকামনা।

    উত্তরমুছুন
  4. লেখাগুলোর ভিতরে প্রচুর কয়লা আছে। একদম অ্যান্থ্রেসাইট জাতীয়

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  6. ভালো লাগলো, বাবা+মা টাও চমৎকার।

    উত্তরমুছুন
  7. Much nearer to the Punoradhunik School of Poetry writing. Good word-play.

    উত্তরমুছুন
  8. যৌনতা নিয়ে আরও উত্তরণের পথ ছিল, আশা রাখছি আগামীতে যথার্থ হবে...

    উত্তরমুছুন
  9. 'মানবীর পায়ুপথ। মানবের জরায়ুপথ। লিপ্ত করি পিচ্ছিল বিশ্রীতারা ভরা রাতে' বেশ। চলুক।

    উত্তরমুছুন
  10. তীব্র লেখা।খুব খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  11. প্রথম দুটি কবিতায় এক অন্য মাত্রার আখ্যানের আভাস আছে।

    উত্তরমুছুন
  12. সবচেয়ে ভালো লেগেছে তোমার লিখনশৈলী... বিষাক্ত ধুলোর অার অাঘাত সবচেয়ে বেশী ভালো লেগেছে....বাবা মা অাখ্যানকাব্যের মতো সুন্দর.. পায়ুপথ তীব্র.... বেশ ভালো...

    উত্তরমুছুন
  13. সবচেয়ে ভালো লেগেছে তোমার লিখনশৈলী... বিষাক্ত ধুলোর অার অাঘাত সবচেয়ে বেশী ভালো লেগেছে....বাবা মা অাখ্যানকাব্যের মতো সুন্দর.. পায়ুপথ তীব্র.... বেশ ভালো...

    উত্তরমুছুন