বাক্‌ ১১০ : শানু চৌধুরী




লাঙল

স্পর্শ খুলে দেখা যাচ্ছে না
কন্ট্রোল আর আনকন্ট্রোল থিমে
মোবাইল চাঁদ ওর জড়িয়ে নিয়েছে
কিছু বলাৎ সিনারির ফুলে
মাঠে এখনও কাটা পড়েছে
লাঙলে র ফলা


খাম

একটা খাম।ফ্রিজের ওপর রাখা।
আজ রবিবার।ঘর পরিস্কারের দিন।
মা খামটা ফেলে দেবে বোধহয়?
শুধু এই।চিঠি পড়ে ফেললে,
খামের দর চাতালে শুকোয়।


হাইফেনের উপত্যকা

নিরেট হচ্ছে রাস্তা
হাইফেনের উপত্যকায়
প্রজাপতি খেলছে পাকস্থলীর খেলনা
থুতু প্রাচীন—শুকনো প্রতীকে
মেট্রো ষ্টেশন খিদমৎ জানায়
প্রত্নতত্ত্বের নেগেটিভ ছিঁড়ে
চপার বানায় কামারশালা


                                                                                  (চিত্রঋণ : Mircea Suciu)

২৮টি মন্তব্য:

  1. খাম ভাল লাগল । বাকি দুটো বেশ।

    উত্তরমুছুন
  2. কবিতা গুলি এককথায় কবিতার মতই । বিশেষত্ব আবিষ্কার করতে হয়তো আরো পড়তে হবে । তবে তার আগে পুনরাধুনিক বিষয়টা বুঝে নেওয়া জরুরি । কোনো মেনিফেস্টো ?

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. হাইফেন উপত্যকা ও খাম ভালো লাগলো

    উত্তরমুছুন
  5. অনবদ্য লেখা। পুরো টা আবিষ্কার করতে আরো সময় দরকার। লেখকের জন্য শুভকামনা নিরন্তর

    উত্তরমুছুন
  6. লাঙল ভালো লেগেছে সবচেয়ে বেশি,হাইফেনের উপত্যকাও... খাম, লাঙল পড়বার পর প্রত্যাশা ছোঁয় নি

    উত্তরমুছুন
  7. তেমন একটা ভালো লাগে নি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটাও আমার পরম পাওয়া। ধন্যবাদ।কেউ তো বিরূপ মন্তব্য করল।

      মুছুন
  8. দারুন লাগলো।অনবদ্য একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি।লিখে যা,কোনো পরোয়া নেই।

    উত্তরমুছুন
  9. দারুন হয়েছে


    খাম টা বেশ ভালো লাগলো

    বাকি গুলোও বেশ ভালো

    উত্তরমুছুন