বাক্‌ ১১০ ।। এভা ব্রাউনের দাঁত ।। অনুপম মুখোপাধ্যায়




।। ১টি পুনরাধুনিক কবিতা ।।

না-ফোটা আদরগুলোও পক্সকবিতাকে
সাবধানে ভর করছি তুমি। আমি
নখ্‌ বুলিয়ে দিচ্ছ। পাঁচিলে বার্লিনের
দাগতোমার
শরীর
সামরিক
সাংসারিক
রাষ্ট্রীয় বিষের মতো
নয়
দাঁত। আর দাঁতের ফাঁকে
খ।র।গো।শে।র
মাংস
প্রজা-পতির গোঁফ
অর্থময় পিস্তল সেনা
অর্থময় কেকারবসেনা
পোড়ামাটি আঁকড়ে আমি
আমি
তুমি
আমরা
কেন তুমি। তুমিই অ্যাডলফ্‌
এভা ব্রাউন প্যান্টি মন খুলছ
ব্রা চোখ খুলছ
প্রিয়লিঙ্গ খুঁজে পাচ্ছ না
প্রতি বিন্দুতে
বাসন্তী
মরুভূমি
ফে      টে যেতে পারে
বিশ্বাস করো। টের পাব না
আকাঙ্ক্ষার গুঁড়ো ডিম
চাঁদ হতে পারে
ফ্যাসিস্ট ময়ূরকে
রোদে জয়
জলে ভয়
পিস্‌ পিস্‌ ভা সি য়ে  দি  তে   পা    রে

২২টি মন্তব্য:

  1. না-ফোটা আদরগুলোও পক্স

    এখান থেকেই শুরু তারপর ধীরে ধীরে এগিয়েছে ভালো লাগার সন্ধান

    উত্তরমুছুন
  2. মুগ্ধ হয়েগেছি,,,,,, প্রতি সংখ্যাতেই আপনা লেখনী এক নতুন ধারণার উপস্থাপন নিয়ে আসে,,,,, ভীষণ ভাবে পড়ি

    উত্তরমুছুন
  3. অনুপমের কবিতায় প্রতিবারই মন্তব্য করি । এবার আর করলুম না । বেড়ে লিখেছে কিন্তু ।

    উত্তরমুছুন
  4. কাটা আদরগুলো আকাঙ্খায় ছড়িয়ে যায়...

    উত্তরমুছুন
  5. এবার পক্সের ফোড়া কে ফোয়ারা মনে করে, মাথা বাড়ালাম...

    উত্তরমুছুন
  6. এই কবিতাটিতে এক একটি শব্দ খুব নিঃশব্দে যেন জায়গা করে নেওয়া, এর কোন বিকল্প নেই। বিষয়ে ভাবনায় কবিতা কতদূর দূরে যেতে পারে কতখানি নিজকল্পা হতে পারে এর দুটো ফেইজ এখানে স্পষ্ট। অসামান্য এই কবিতাটি, সুখপাঠ্যও। যে কারণে বার বার পড়বার শ্রম কষ্ট আর কষ্ট থাকেন না, আনন্দপাঠ হয়ে ওঠে। আহ! এভা ব্রাউন... এবার পাঠকও তার প্রেমে নেমে যাচ্ছি।

    উত্তরমুছুন
  7. আমি আগেই পড়েছিলাম। জমে গেছে কবিতা। - রেনেসাঁ

    উত্তরমুছুন
  8. পড়েছি। গতকালই। আজ আবার। পুনরাধুনিক পাঠক না হয়ে ওঠা পর্যন্ত আপনার বাজে কবিতাগুলো যথেষ্ট বাজে লাগবে না! :)

    উত্তরমুছুন
  9. আকাঙ্ক্ষার গুঁ।ড়ো ডিম
    চাঁদ হতে পারে

    ভালো লাগল।

    উত্তরমুছুন
  10. অসাধারন !!
    প্রতিটি শব্দ থেকে অক্ষর
    প্রতিটি পূর্ণচ্ছেদ থেকে মধ্যবর্তী ব্যবধান
    অত্যন্ত নিপুণ,অনাস্বাদিতপূর্ব কবিতা হয়ে ঝরে পড়েছে।

    উত্তরমুছুন
  11. খ.র.গো.শ. পড়তে পড়তে রান্না করা মাংসের ডিশ চোখে ভেসে উঠলেও একটি জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখলাম.... ও কি অ্যাডলফ্ অথবা অ্যাড্যালট্ হিটলারের আওতা থেকে পালাতে পারবে....
    Tasteful.....

    উত্তরমুছুন
  12. সুখপাঠ্য, বোধের আঙিনায় দেখা পেয়ে যাই কাব্যভাষ্যের। ধন্যবাদ

    উত্তরমুছুন
  13. হোসাইন সোহাগ৭ মে, ২০১৭ এ ৮:৫০ AM

    প্যান্টি খুলছো
    ব্রা খুলছো
    প্রিয়লিঙ খুঁজে পাচ্ছো না!

    উত্তরমুছুন
  14. আবার..অকৃত্র‌িম..সুখপাঠ্য।

    উত্তরমুছুন
  15. ক্রমাগত নতুনে, ইংগিতময়, ভাবনার স্পেস বাড়িয়ে দেয়।

    উত্তরমুছুন
  16. অনুপম বারবার নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। এবারও। অর্থময় পিস্তলের সামনে আমাদের শিরদাঁড়া ক্রমেই নত হচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট ময়ূর পারে না নিজেকে বেশিদূর টেনে নিয়ে যেতে। এভাবেই কবিতাকে পড়লাম। এবং অনুপমকেও। বেশ ভালো লাগল।

    উত্তরমুছুন
  17. তুমি এভাবেই এগিয়ে যাও।ভালো লাগলো!

    উত্তরমুছুন
  18. কবিতাগুলো নির্মেদ হতে হতে প্রায় ফিগার জিরোতে পৌঁছে গেছে। কবিকে জিমে গিয়ে কতটা ঘাম ঝরাতে হয়েছে অনুমান করতে পারছি।
    তবে কবিতাটা সুখপাঠ্য হয়েছে। এখনকার কবিতার অধিকাংশের মধ্যেই এই কাব্যগুণটা অনুপস্থিত।

    উত্তরমুছুন
  19. এই বিভাগে অপর তিনজন ব্যক্তিগত কিছু কথা লিখেছেন কবিতার সঙ্গে। আপনি লিখলেন না কেন?
    তিনটে লেখা পড়ে ভেবেছিলাম এখানেও অনুপমদার একটা নতুন অনুভূতি বা অভিজ্ঞতার কথা পাব পুনরাধুনিক সম্বন্ধে - সে যত সংক্ষিপ্তই হোক।

    কবিতাটি পড়ে মনে হ'ল বিশ্বযুদ্ধের শেষ পর্বের একটি মঞ্চাভিনয়ের দৃশ্যপট এক এক করে ফুটে উঠছে।
    এভাকে নিয়ে কবিতা আসছে, আপনার পোস্টে দেখেছিলাম। মনে হয়েছিল রাইখস্ট্যাগ অথবা পিকচার উইনডো'র কথা আসবে। বার্লিন এর থেকে এভার ব্যক্তিগত জীবনে হয়ত একটু বেশিই আদর পেয়েছিল (প্রথমে পবিত্র, তারপর মনে রাখার মত লিখেছিলাম... সেগুলো মুছে দিয়ে 'আদর পেয়েছিল' রাখলাম) বাভেরিয়ান হাইল্যাণ্ডস-এ বার্গহফে কাটানো দিনগুলো।

    উত্তরমুছুন